About me
আমি ক্যাপ্টেন ওডিসি। আমার আসল নাম মাহাবুব। এখন ২০২২ আমি একজন উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ছাত্র । আমি একজন দার্শনিক ও উদ্যোক্তা হতে চাই। যে কারনে আমি এই ব্লগটি লেখা শুরু করি। আমার ব্লগটির জায়গা হয় উচিত গুগল স্কলার এ কিন্ত এর জন্য একজন গবেষক হওয়া প্রয়োজন যে কারণে আমি আমি গুগল স্কলার এ লিখতে পারবো না। বেশির ভাগ ব্লগ আমার পর্যবেক্ষণ, অভিজ্ঞতা আর ইন্টারনেটে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। যার প্রমান হয়তো আমি দিতে পারবো না। আমার কাছে যথেষ্ট টাকা আর সু্যোগ - সুবিধা না থাকায় আমি গবেষণা করে প্রমান ও করতে পারবো না। আপনি যদি পারেন তাহলে আমি আপনাকে অনুরোধ করবো আপনি গবেষনা করুন। এজন্য আমাকে কোনো ধরণের টাকা অথবা tribute দিতে হবে না। কারণ আমার বিশ্বাস "মানুষের কাছে ভালো চিন্তা পোঁছানো গুরুত্বপূর্ণ, কার মাধ্যমে পোঁছায় তা বড় ব্যাপার নয় " I am Captain Odyssey. My real name is Mahabub. Now 2022 I am a high school student. I want to be a philosopher and an entrepreneur. That's why I started writing this blog. My blog should be on Google Scholar but ...